বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি এখন প্রবাস জীবনযাপন করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা প্রবাসে মা’রা গেলে তার লা’শ পাঠাতে চাঁদা তুলতে হয়।
অথচ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করি আম’রা প্রবাসীরা। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান ১৩ থেকে ১৪ শতাংশ; আম’রা প্রবাসীরা জীবিকার প্রয়োজনে দূর প্রবাসে আছি। পরিবারে স্বচ্ছলতা আনার জন্য মা’থার ঘাম পায়ে ফেলে আমাদের ক’ষ্টার্জিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে করছে সমৃদ্ধ।
প্রবাসীদের কল্যাণে কোনো আইন নেই, নেই কোনো কর্তৃপক্ষ। যা আছে তা মুখেমুখে। প্রবাসীদের মালামাল ব্যাগ কে’টে রেখে দেয় কিছু অসাধু কর্মক’র্তা-কর্মচারী। এমন অনেক ধরনের হয়’রানি করে আমাদের। কেন আমাদের সঙ্গে এমন আচরণ।
আমাদের পাশের দেশ ভা’রত বা শ্রীলংকান প্রবাসীরা যে ম’র্যাদা পান, আম’রা কিন্তু তা পাই না। কিন্তু নানা রকমের হয়’রানির শিকার হই আম’রা। প্রবাসে আসার সময় পাসপোর্ট করা থেকে শুরু করে বিমানবন্দর, দূতাবাসসহ সবখানেই হয়’রানির শিকার হই। আবার আম’রা ছুটিতে যখন দেশে যাই তখনও অনেক ধরনের হয়’রানির শিকার হই। এমনকি প্রবাসীদের ভোটাধিকারও এখন পর্যন্ত দেয়া হয়নি। আম’রা রাষ্ট্রকে যে পরিমাণ দিচ্ছি, সেই তুলনায় রাষ্ট্রের কাছ থেকে আম’রা কিছুই পাই না। আম’রা প্রায় ১ কোটি ২০ লাখ প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অবহেলিত।