অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, চট্টগ্রাম
গত (১৭-৭) বুধবার বিকাল ৪টায় চট্রগ্রাম নৌবাহিনী কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইকবাল সাহেবের উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার অধ্যক্ষ,জেলা শিক্ষক অ্যম্বাসেডর ও শিক্ষকগণকে নিয়ে ভার্চ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান কোভিট-১৯ আক্রান্ত শিক্ষকদের কীভাবে সার্বিক সহযোগিতা করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আলোচকগণ এই বিষয়ে একমত পোষণ করেন এবং একটি কমিটি গঠন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানে চট্রগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আখতার হোসাইন কুতুবী সাহেব কী কী বিষয়ে সহায়তা করা যায় দিক নির্দেশনা প্রদান করেন।
ভার্চ্যুয়াল মিটিং অনুষ্টানে উপস্থিত ছিলেন
যথাক্রমে (পদবী অনুসারে নয়)
১/ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর
২/ অধ্যক্ষ মনোয়ারা জাহান
৩/ অধ্যক্ষ শিমুল
৪/ অধ্যক্ষ জসিম উদ্দিন
৫/ অধ্যক্ষ নুরুল আলম ফারুকী
৬/ প্রধান শিক্ষক শিমুল মহাজন
৭/ প্রবীর চৌধুরী
৮/ মিয়া মোহাম্মদ ইউছুপ চৌধুরী
৯/ আবদুল্লাহ আল মহসিন
১০/ অসীম চক্রবর্তী
১১/ ইসমাইল সিরাজী
১২/ কাজী শাহেদ জাহান সহ অনেক স্কুল কলেজ ও মাদরাসার প্রধান এবং শিক্ষকবৃন্দ