অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, চট্টগ্রামঃ-আজ (৬-৭) সোমবার দুপুরে জন নন্দিত, শিক্ষানুরাগী, আইডল চেয়ারম্যান খ্যাত জনাব এম এ কাইয়ুম শাহ এর পক্ষ থেকে অত্র ইউনিয়নের করোনার কারণে বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষকদেরকে উপহার সামগ্রী প্রদান করেন।
এই প্রসঙ্গে তিনি বলেন- বেসরকারি কিন্ডারগার্টেন একমাত্র আয়ের উৎস হলো শিক্ষার্থীদের কাছ পাওয়া ছাত্র বেতন কিন্তু করোনার কারণে বেসরকারি কিন্ডারগার্টেন বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের বেতন না পাওয়ায় খুব সমস্যার মধ্যে পড়েছিলেন।
শিক্ষকতার পাশাপাশি টিউশনিও বন্ধ রয়েছে তাই তাদের পাশে দাঁড়ানো অপরিহার্য।
কারণ তারা শিক্ষিত মানুষ অন্য পেশায় নিয়োজিত হতে পারেন না।
তাই মাননীয় ভূমিমন্ত্রী পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বারশত ইউনিয়নের ০৮টি কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক,কর্মচারী ৭৮ জনকে
খাদ্য উপহার প্রদান করা হলো।
প্রতি জনের জন্য যা উপহার হিসেবে প্রদান করা হলো
১০ কেজি চাল…. জি আর থেকে, ১০ টি মাস্ক,
তিনটি লাক্স সাবান, ব্লীচিং পাউডার,পেঁয়াজ ০২ কেজি,চিনি ০১ কেজি, সয়াবিন তৈল ১ লিটার, চিড়া ০২ কেজি, চনাবুট ০২ কেজি, আলু ০৫ কেজি,মসুর ডাল ০১ কেজি।
দেশ ও প্রবাসের ভাই বোনদের আর্থিক সহযোগিতা থেকে এই খাদ্য সহযোগিতা প্রদান করা হলো।
এই সময় উপস্হিত থেকে খাদ্য উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব এম এ কাইয়ুম শাহ্ চেয়ারম্যান ২ নং বারশত ইউনিয়ন পরিষদ, ডি আই এম জাহাংগীর, সাবেক সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন, মোঃ নুরুল আবসার, সভাপতি আল আমিন একাডেমী। মির্জা এম করিম, সাধারন সম্পাদক আনোয়ারা কিন্ডার গার্টেন এসোসিয়েশন, মোঃ আজিজ শাহ্, বারশত আইডিয়াল স্কুল, মোঃ মোস্তাক শেখ, বখতিয়ারপাড়া প্রি ক্যাডেট স্কুল।
নিউটন কান্তি নাথ প্রধান শিক্ষক আলহাজ্ সোলায়মান সওদাগর স্কুল। তৌহিদুল ইসলাম শিক্ষক আল্লামা ইকবাল একাডেমী।
এম বোরহান উদ্দিন, প্রফেসর জলিল-নাহার স্কুল।
অনুষ্ঠান শেষে জনাব এম এ কাইয়ুম শাহ বলেন,
আমরা সবাইকে নিয়ে দূঃসময় কাটিয়ে আগামী,র সূয্যোদয় আলিঙ্গন করবো ইনশাল্লাহ।।