খুলনার নগরীর খানজাহান আলী থানার মশিয়ালী এলাকায় পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। কয়েকটি বাড়িতে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনায় আরো নয়জন আহত হন। নিহতরা হলেন, গোলাম রসুল ও নজরুল ইসলাম।
খানজাহান আলী থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের পর ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন মারা যান। অন্যদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল নেয়া হয়েছে।