অধ্যক্ষ কাজী মোঃ আবদুল হান্নান, চট্টগ্রাম
বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনলাইনে জাতির পিতার কর্মকাণ্ড ও জীবনীর উপর রচিত বইপড়া কর্মসূচি এবং কুইজ প্রতিযোগিতার প্রতিবেদন –
বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম-এ কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনলাইনে জাতির পিতার কর্মকাণ্ড ও জীবনীর উপর রচিত বইপড়া কর্মসূচি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা সুচারুরূপে সম্পন্ন করার জন্য স্কুল ও কলেজ শাখার অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে দু’টি কমিটি গঠন করা হয়। কমিটি উক্ত কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য স্কুল শাখায় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ক-গ্রুপ নবম ও দশম শ্রেণি খ-গ্রুপ এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য একটি গ্রুপ করে মোট তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক-গ্রুপের (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম) জন্য শেখ হাসিনা রচিত ‘শেখ মুজিব আমার পিতা’, খ-গ্রুপ (নবম ও দশম) এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ নির্বাচন করা হয়। এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীদের নিকট বই দুটির অনলাইন পিডিএফ লিংক প্রেরণ করা হয় এবং উক্ত বই পড়ার জন্য ১০ দিন সময় দেয়া হয়। দ্বিতীয় পর্বে গুগল ফর্মে প্রশ্ন তৈরি করে ১৭ ও ২০ জুলাই ২০২০ তারিখে যথাক্রমে স্কুল ও কলেজ শাখার অনলাইনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফলাফল নিম্নরূপঃ
স্কুল শাখা
ক-গ্রুপ
(৬ষ্ঠ-৮ম শ্রেণি)
মেধাস্থান- শিক্ষার্থীর নাম-শ্রেণি- শাখা-রোল
১ম জোনায়েদ আল মাহমুদ ৮ম-ক ৪৩
২য় আফিয়াহ মোবাশ্বিরাহ ৮ম-চ ৪১
৩য় মোঃ নাহিদ নিয়াজ ৭ম-ছ ১১৯
স্কুল শাখা
খ-গ্রুপ (৯ম ও ১০ম শ্রেণি)
মেধাস্থান- শিক্ষার্থীর নাম- শ্রেণি- শাখা- রোল-১ম সুস্ময় চক্রবর্তী ৯ম ঘ ৬০
২য় আবু মাহদী ইবনে হানিফ ১০ম-গ ১৩৯, ৩য় মোঃ যায়িদ বিন ইসলাম ১০ম-ঘ ৭২
কলেজ শাখা
একাদশ ও দ্বাদশ শ্রেণি
মেধাস্থান- শিক্ষার্থীর নাম- বিভাগ- শ্রেণি- রোল
১ম সামিয়া আফরোজ সিমলা- একাদশ বিজ্ঞান-ক-২৪
২য় মাহিবি তাজওয়ার চৌধুরী -একাদশ-মানবিক-৮২৭
৩য় সাজিদ ফারদিন একাদশ বিজ্ঞান-ক -০৬
বর্তমান কোভিড-১৯ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২৩ জুলাই ২০২০ মাননীয় অধ্যক্ষ মহোদয় অনলাইনে সকল শিক্ষকের অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজ শাখার কো-অর্ডিনেটর জনাব প্রবীর চৌধুরী, কলেজ অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বিচিত্রা সেন ম্যাম, কলেজ শাখার অ্যাডজুটেন্ট মোহাম্মদ ইকবাল, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক রোকসানা বেগম এবং কমিটির সদস্যবৃন্দ।