করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা এবং ক্যাম্পাসে এর সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছুটি অব্যাহত থাকবে। জাবির গণসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সরকার এরই মধ্যে দফায় দফায় সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে এবং ক্যাম্পাসেও এর সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি অব্যাহত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সবাই বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখবেন। করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে এরই মধ্যে ঘোষিত নির্দেশনাবলী অপরিবর্তিত থাকবে। জরুরি সার্ভিস হিসেবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের সেবা চালু থাকবে।
এদিকে, দেশের অনেক বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে তাদের অফিশিয়াল কার্যক্রম চালু করেছে। শিক্ষা মন্ত্রণালয় আগামী ৬ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।