আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দলীয় এমপিরা বাজেট প্রত্যাখ্যান করার নামে অনুমোদিত বাজেটের কপি ছিঁড়ে ফেলে দিয়ে সংসদের প্রতি চরম অবমাননা করেছে। জাতির এ ক্রান্তিকালে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি। বিএনপির সংসদ সদস্যরা যা করেছেন, তা শপথ ভঙ্গেরও শামিল।
বৃহস্পতিবার তার সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে বাজেট পাশ পরবর্তী অনলাইন সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, সংসদে যাতে বাজেট পাশ না হতে পারে সেটাই বিএনপি এমপিরা চেয়েছিলেন। বিএনপি দেশে একটি হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিলো।
তিনি বলেন, বাঙালির সব অর্জনের পেছনে রয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য রাজনৈতিক স্বাধীনতাই এনে দেয়নি, এই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই করেছে।