ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের সর্বশেষ আপডেটে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৮ হাজার ৫৬৮ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৪৯ হাজার ৯০ জন।
ব্রাজিলে যেসব মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ৫ লাখ ২০ হাজার ৩৬০ জন সুস্থ হয়েছেন।
অন্যদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮৭ লাখ ৬৫ হাজার ৩৬৭ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৬২ হাজার ৬৮১ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪৬ লাখ ২৭ হাজার ৮৩৪ জন।