(নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বাবু কাহারুল ইসলাম)
আজ শনিবার কোরবানির হাটকে সমনে রেখে সাপ্তাহিক হাট বসে শ্রীঘর বাজারে পশুর হাট জমায়েতের খবর পেয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রশাসনকে নির্দেশ দিয়ে লোকজনকে সরিয়ে বাজারে গনজামায়েত পন্ড করে দেন।এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাজার কমিটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জেলা প্রশাসন কোথাও রেডজোন,কোথাও লক ডাউন আবার কোথাও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে স্বাস্থ্য বিধি লঙ্ঘন হচ্ছে এমন যায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।নবীনগরে করোনা প্রাদুর্ভাব রোধ করতে।নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।গত মঙ্গলবার উপজেলা বৃহত্তর গরুর বাজার বাইশ মৌজা বাজার জমায়েত ঠেকাতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম স্বশরীরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই পর্যন্ত নবীনগর উপজেলায় ১১৩ জন করোনা আক্রান্ত হয়।নবীনগর উপজেলায় করোনা নিয়ে এতো সংশয়ের মধ্যে বাজার কমিটির এই আয়োজন কতটুকু সমীচিত