ব্রাক্ষণবাড়িয়া নবীনগর প্রতিনিধি কাহারুল ইসলাম রিপোর্টে বিস্তারিত।
ব্রাক্ষণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা
কালঘড়া গ্রামের সকল রাস্তা গুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।আজ কয়েকদিন যাবত গুড়িগুড়ি ও ভারী বর্ষণের ফলে কালঘড়া গ্রামের সকল রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।
রাস্তাঘাট তলিয়ে যাওয়ার কারণে প্রতিবারই ছোট ছোট ছেলে-মেয়েদের স্কুলে যেতে বাজারে যেতে
অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে যেতেহয়।
এখন করোনা ভাইরাস এর জন্য স্কুল বন্ধ সব ছেলেমেয়েরা বাসায় বন্দি
কিন্তু মা-বাবার দৃষ্টিকে ফাঁকি দিয়ে ছেলেমেয়েরা এই পানিতে নেমে অসুস্থ হচ্ছে ।
রাস্তাঘাটের এমন অবস্থা দ্রুত কোথাও ঔষধ আন্তে যাওয়ার কোনো সুযোগ নেই।
দক্ষিণপাড়া হতে পূর্বপাড়া পর্যন্ত সকল রাস্তা পানির নিচে তলিয়ে গেছে এবং পম্চিম পাড়ার ও মধ্যপাড়ার সকল রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। নবীনগর উপজেলার এমপি মহদয় জনাব এবাদুল করিম বুলবুল সাহেবের নিকট গ্রামবাসীর দাবি
গ্রামের ছোট বড় বৃদ্ধ বয়সের সকল মানুষের কথা চিন্তা করে যেন রাস্তা গুলো খুব দ্রুত মেরামত করে দেওয়া হয়
রাস্তা গুলো যেন দ্রুত উঁচু করে দেয়া হয়।
এমপি মহদয়এবাদুল করিম বুলবুল সাহেবের নিকট গ্রাম বাসির আকুল আবেদন।