(নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বাবু কাহারুল ইসলাম)আজ (২৮/০৬/২০২০ হিঃ) রবিবার ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে নতুন করে করোনা আক্রান্ত ১২ জন। করোনায় নবীনগর বাসীকে সচেতন করতে গিয়ে উপজেলার সহকারি কমিশনার (ভুমি) ইকবাল হাসান করোনায় আক্রান্ত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম স্বশরীরে সারবক্ষন মাঠে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।কোথাও রেডজোন, কোথাও লক ডাউন আবার কোথাও সামাজিক দুরত্ব নিশ্চিত করে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য, জন সাধারনকে অনুরুদ করেন।যারা আইন লঙ্ঘন করেন তাদের ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে অার্থিক জরিমানা করেছেন।নবীনগরে করোনা প্রাদুর্ভাব রোধ করতে।নবীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটিও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।এই নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত সংখা ১৩৫জন।সুস্থ ৫৫জন,মারা গেছে ২জন। আক্রান্তরা হলেন, ১.ইকবাল হাসান -সহকারী কমিশনার( ভূমি) নবীনগর।২.অামিনুল হক – নবীনগর সার্কেল অফিস,৩.মোহাম্মদ সামির নবীনগর সার্কেল অফিস ৪.সাইফুল ইসলাম স্বাস্থ্য সহকারি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,৫.জিলানী নবীনগর উত্তরপাড়া ৬.ইমন মিয়া নবীনগর উত্তরপাড়া ৭.তুহিন হোসেন নবীনগর টিএনটি পাড়া,৮.নজরুল ইসলাম নবীনগর কলেজ পাড়া, ৯.রফিকুল ইসলাম আলমনগর, ১০.মোর্শেদা খাতুন মানিকনগর, ১১.মাহমুদা আক্তার বাড়াইল, ১২.আজওয়াদ বাড়াইল।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোশরাত ফারখান্দা জেবিন।