সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ হাজার ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।
একই সময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৫৬ জন মারা গেছেন। যা কিনা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে সৌদিতে ১ হাজার ৮৫৮ জন মারা গেছেন।
সৌদি আরবে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫ হাজার ৯২৯ জন। নতুন করে আক্রান্তের তালিকায় রিয়াদে ৩৬০ দাম্মামে ৩১৫ হুফফে ২১৭ এবং কাতিফের ২১৪ জনের নাম রয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করো’না থেকে সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৬৪২ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৫৬ জন।