মোবারক হোসাইন ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ইউএনওর কার্যালয়ের কক্ষে আজ সোমবার সকাল ১০টার দিকে এনজিওদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান এই সভায় সভাপতিত্ব করেন। এতে এখানকার ১৩টি এনজিওর প্রতিনিধিসহ স্থানীয় কয়েকজন ইউপি চেয়ারম্যান অংশ নেন। সভায় বাল্য বিবাহরোধ,মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা,করোনাভাইরাস প্রতিরোধকরণ,বন্যা পরবর্তীতে করণীয় আনার বিষয়সহ নানা বিষয় আলোচনা করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেলবরষ ই্উপি চেয়ারম্যান মো.নূর হোসেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ,বেসরকারি সংস্থা কেয়ার জিএসকের উপজেলা সমন্বয়কারী জসীম উদ্দিন,বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপজেলা ব্যবস্থাপক সাগর জন কস্তা,সুসেবা নেট ওয়ার্কের উপজেলা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক হোসনা আক্তার প্রমুখ।