সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তর বীর গ্রামের নিজ বাড়ি থেকে সাব্বির হোসেন জনি (৩৩) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গতকাল রোববার 21-06-2020
দুপুরে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, ২০১৭সালে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন জনির বিরুদ্ধে তাঁর স্ত্রী বাদী হয়ে সিলেটের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রো ১ আদালতে একটি মামলা করেন। ওই মামলায় আদালত তাঁকে এক বছরের সশ্রম কারাদন্ড দেন। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।##
সুনামগঞ্জ প্রতিনিধি