মোবারক হোসাইন নিজস্ব প্রতিনিধি ধর্মপাশা সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশায় উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার পলাতক আসামি কামরুজ্জামান উজ্জ্বল (৩৫)কে শনিবার রাতে উপজেলা সদরের আনন্দ মোড় থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, উপজেলার একটি শিশু শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষিকা (৩২)কে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার শারিরীক ভাবে মেলামেশা করার অভিযোগ এনে ওই শিক্ষিকা (৩২) বাদী হয়ে গত ২৩জুন উপজেলার সদর ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা কামরুজ্জামান উজ্জ্বলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রোববার সকালে আসামি উজ্জ্বলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।