ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া শ্যামগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের অর্ধশতাধিক পরিবারের মাঝে এাণ সামগ্রী বিতরণ করা হয়,,17-06-2020
এসব উপহার সামগ্রীর মধ্যে ছিলো ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ প্যাকেট লবণ,ও তৈল
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জিহাদের সভাপতিত্বে বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমির হোসেন বাবুল চেয়ারম্যান শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ, বিশিষ্ট সমাজ সেবক শফিকুল ইসলাম (শফিক),
আরো ছিলেন সংঘটনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। কামরুল ইসলাম নিপু।হান্নান মিয়া| এম এইচ মেহেদী হাসান সাধারণ সম্পাদক, শ্যামগ্রাম ব্লাড ডোনারস্ ক্লাব,প্রমুখ
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জিহাদ বলেন এই মহামারী করোনার থাবায় অনেকেই কষ্টে জিবন যাবন করছেন।তাই আমাদের এই খুদ্র প্রচেষ্টা।যাড়া আমাদের এই খুদ্র প্রচেষ্টায় অংশিধার হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।।আশা করি আগামী দিনে সকল ভাল কাজে আপনাদের পাশে পাবো।।