করো’না ভাই’রাসের উপসর্গ নিয়ে এ পর্যন্ত সৌদি আরবে পাঁচ বাংলাদেশি চিকিৎসক মৃ’ত্যুবরণ করেছেন। বাংলাদেশী চিকিৎসকদের অকাল মৃ’ত্যুতে শোক জানিয়ে তাদের বিদেহী আত্মা’র মাগফেরাত কামনা করেছেন সৌদি আরবে নিযু’ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গো’লাম মসীহ ও জেদ্দার কনসাল জেনারেল ফয়সাল আহমেদ। মৃ’ত চিকিৎসকরা হলেন- ডা. রনক মোহাম্ম’দ শফি উল্লাহ্, ডা. গো’লাম মোস্তফা, ডা. মো. আনোয়ার উল হাসান,ডা. আবদুর রহিম ও ডা. আফাফ হোসাইন। ডা. মো. আনোয়ার উল হাসান।